|
প্রিন্টের সময়কালঃ ১৪ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ণ

বিমান বাংলাদেশ দিলো সুখবর: নির্দিষ্ট রুটে ২০% পর্যন্ত ছাড়


বিমান বাংলাদেশ দিলো সুখবর: নির্দিষ্ট রুটে ২০% পর্যন্ত ছাড়


বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উপলক্ষে নির্দিষ্ট আন্তর্জাতিক রুটের ফ্লাইটে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এই অফার কেবল মেলার সময়কাল, অর্থাৎ ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত টিকিট কেটে পাওয়া যাবে।
 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তথ্য অনুযায়ী, মেলা চলাকালীন টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, রোম, গুয়াঞ্জু, কাঠমান্ডু, কোলকাতা ও দিল্লি রুটের ফ্লাইটে ছাড় কার্যকর থাকবে। এছাড়া, লন্ডন রুটের বৃহস্পতিবারের ফ্লাইটে ২০ শতাংশ ছাড় প্রদান করা হবে।
 

যাত্রীরা মেলা থেকে সরাসরি টিকিট কেটে অথবা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইটে BGBTTF25 প্রমোকোড ব্যবহার করে ছাড় উপভোগ করতে পারবেন।
 

বর্তমানে বিমান বাংলাদেশ দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দর এবং আন্তর্জাতিক রুটে রোম, আবুধাবি, ব্যাংকক, গুয়াঞ্জু, কোলকাতা, দিল্লি, দাম্মাম, দোহা, দুবাই, চেন্নাই, টরন্টো, জেদ্দা, কাঠমান্ডু, কুয়েত, লন্ডন, কুয়ালালামপুর, ম্যানচেস্টার, ওমান, মদীনা, রিয়াদ, শারজাহ এবং সিঙ্গাপুর এ ফ্লাইট পরিচালনা করছে।
 

এ বছর মেলায় মোট ২২০টি স্টল থাকবে। এতে অংশ নেবেন মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপসহ ১২টি দেশের প্রতিনিধি এবং দেশের ও বিদেশের দুই হাজারের বেশি পর্যটন ব্যবসায়ী।
 

মেলার টাইটেল স্পনসর হিসেবে থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য ধরা হয়েছে ৫০ টাকা, তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ নিঃশুল্ক


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫