|
প্রিন্টের সময়কালঃ ১১ নভেম্বর ২০২৫ ০৮:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৫ ০১:৫৫ অপরাহ্ণ

নির্বাচনী আচরণবিধি গেজেট প্রকাশ: পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ


নির্বাচনী আচরণবিধি গেজেট প্রকাশ: পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো সকল প্রার্থীর জন্য একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা বাধ্যতামূলক করেছে এবং ‘আচরণ বিধিমালা, ২০২৫’ জারি করেছে।
 

সোমবার (১১ নভেম্বর) রাতে গেজেট আকারে প্রকাশিত এই বিধিমালায় ২০০৮ সালের আচরণবিধি এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কিছু নতুন ও কঠোর নিয়ম সংযোজন করা হয়েছে।
 

নতুন বিধিমালায় ভোট প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও, ড্রোন ব্যবহার ও বিদেশে কোনো প্রচারণা কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণের জন্য প্রার্থীর পক্ষে ২০টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা যাবে না।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট প্রচারণাতেও নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে। বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া বা অসৎ প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ
 

নির্বাচন কমিশনের সঙ্গে একটি অঙ্গীকারনামা জমা দেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, যাতে আচরণবিধি কঠোরভাবে পালন হয়।
 

বিধি লঙ্ঘনের শাস্তিও কঠোর: কোনো প্রার্থী যদি বিধিমালা ভঙ্গ করেন, তবে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। রাজনৈতিক দলের জন্যও দেড় লাখ টাকার অর্থদণ্ডের বিধান রয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসিকে রাখা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫