টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার
![টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার](https://dhakapress.com.bd/photo/16894-67a1dd2fcc5f9.png)
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সমুদ্র উপকূলে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া একটি ট্রলার থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও দুটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার দিবাগত রাত ১টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, "মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের সমুদ্র উপকূলের খুরেরমুখ এলাকায় মাদকের বড় একটি চালান পাচারের খবর পাওয়া যায়। এতে কোস্টগার্ড ও র্যাবের একটি যৌথ দল অভিযান শুরু করে।"
যৌথ দলটি সাগরের উপকূলে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেলে সেটিকে থামানোর জন্য নির্দেশনা দেয়। কিন্তু পাচারকারীরা কোস্টগার্ড ও র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি তীরে ভিড়িয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের ধাওয়া করা হলেও আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে, পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলারটি জব্দ করে তল্লাশি করা হয়। ট্রলার থেকে উদ্ধার করা হয় একটি ব্যাগ ও বস্তা, যার মধ্যে ছিল ১ লাখ ২০ হাজার ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল এবং ২টি ধারালো দা।
এবং উদ্ধার হওয়া মাদক দ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ধ্বংসের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।
এছাড়া, মাদকের এ চালান পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫