লংগদুতে অসচ্ছল পাহাড়ি বাঙালির মাঝে সেনাবাহিনীর সহায়তা প্রদান

ঢাকা প্রেস
বিপ্লব ইসলাম, লংগদু,(রাংগামাটি):-
পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে,বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ের সাধারণ পাহাড়ী বাঙ্গালী জনগোষ্ঠীর সেবায় কাজ করে যাচ্ছেন।তারাই ধারাবাহিকতায় রাঙ্গামাটির লংগদুতে লংগদু জোনের আওতাধীন উপজেলার জনসাধারণের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় লংগদু জোনের মাল্টিপারপাস হল রুমে জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া উপস্থিত থেকে প্রান্তিক পর্যায়ের পাহাড়ী বাঙ্গালী অর্ধশত অসহায় পরিবারের মাঝে শান্তি সম্প্রীতি উন্নয়নের মুল ধারায় নগদ অর্থ, সেলাই মেশিন সহ,স্বাবলম্বী হওয়ার উপকরণ সহযোগিতা প্রদান করেন।
সহযোগীতা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী জনসাধারণ। তারা বলেন পাহাড়ে সেনাবাহিনীর বিকল্প নাই।সুখে দুঃখে যেকোন মুহূর্তে পাহাড়ের মানুষের সেবায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন , অত্র জোনের উপ অধিনায়ক আহমদ ফারশাদ কবির সহ অন্যান্য অফিসার বৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫