|
প্রিন্টের সময়কালঃ ১৪ মার্চ ২০২৫ ০৩:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ মার্চ ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন ২য় শ্রেণির গেজেটেড মর্যাদা


প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন ২য় শ্রেণির গেজেটেড মর্যাদা


সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এখন থেকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এ রায়ের ফলে তারা ১০ম গ্রেডের বেতন কাঠামোর আওতায় আসবেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সিদ্ধান্ত দেন।
 

এর আগে, হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। শিক্ষকদের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।
 

আইনজীবীরা জানান, প্রধান শিক্ষকরা ২০১৪ সালের ৯ মার্চ থেকে এ মর্যাদা ও সুবিধা ভোগ করবেন।
 

২০২২ সালের ৬ জানুয়ারি, সরকারের করা আপিলের চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ তা খারিজ করে দেন। তবে দীর্ঘ তিন মাস পেরিয়ে গেলেও রায় কার্যকর না হওয়ায় প্রধান শিক্ষকেরা আদালত অবমাননার অভিযোগে মামলা করেন।
 

পরে, ২০২২ সালের ২৭ জুন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সর্বোচ্চ আদালতের রায় কার্যকর না করার বিষয়ে সংশ্লিষ্টদের এক মাসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। এর প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় সিভিল রিভিউ পিটিশন দায়ের করে।
 

অবশেষে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে সিভিল রিভিউ পিটিশন নিষ্পত্তি করে রায় প্রদান করেন। এর ফলে, হাইকোর্ট ও আপিল বিভাগের রায় কার্যকর করতে আর কোনো আইনি বাধা রইলো না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫