|
প্রিন্টের সময়কালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০৭:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৪ ০৩:৪৫ অপরাহ্ণ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ


কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ


ঢাকা প্রেস,কুমিল্লা প্রতিনিধি:-
 

দীর্ঘদিনের অবৈধ দখলের অবসান ঘটিয়ে কুমিল্লার নিমসার বাজারে ব্যাপক অভিযান চালিয়েছে প্রশাসন। দেশের অন্যতম বৃহৎ কাঁচাবাজারটিতে স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যাওয়া সরকারি জমি উদ্ধারের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়।

 

শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে অবৈধ দখলদারদের সরিয়ে নিতে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে।

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত নিমসার বাজারে অবৈধ স্থাপনার কারণে প্রায়ই মারাত্মক যানজটের সৃষ্টি হতো। মহাসড়কের দুই পাশ জুড়ে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করা হয়েছিল, এমনকি মহাসড়কের বিভাজকও দখল করে ব্যবসা করা হতো। ফলে সাধারণ মানুষকে প্রতিদিন যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো।

 

অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি অসাধু চক্র মহাসড়কের জমি দখল করে ভাড়া দিয়ে আসছিল। এছাড়া, সার্ভিস লেনের জমিও দখল করে অনিয়ম করে আয় করা হচ্ছিল। সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই বাজার থেকে খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন জানিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, একদিনে সম্ভব না হলে আবারও অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

 

এই অভিযানে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, কুমিল্লা হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।

 

কুমিল্লার নিমসার বাজারে দীর্ঘদিনের অবৈধ দখলের অবসান ঘটিয়ে প্রশাসন ব্যাপক অভিযান চালিয়েছে। এই অভিযানের মাধ্যমে সরকারি জমি উদ্ধার করে যানজটের সমস্যা সমাধানের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫