|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুলাই ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরা একাদশ সাজালেন ভারতের সাবেক ক্রিকেটার


টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরা একাদশ সাজালেন ভারতের সাবেক ক্রিকেটার


সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে নিজের পছন্দের সেরা একাদশ সাজিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। সেই একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন। 

 

সেরা একাদশে আধিপত্য ভারতীয় ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন দলটির পাঁচ ক্রিকেটার স্থান পেয়েছেন আকাশ চোপড়ার একাদশে। রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকার কেবল একজন ক্রিকেটারকে রেখেছেন তিনি। আফগানিস্তানের তিন ক্রিকেটার আছেন আকাশের সেরা এই একাদশে। সেমিফাইনালে না উঠা ওয়েস্ট ইন্ডিজেরও রয়েছেন একজন। 

 

দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। মূল পেসার হিসেবে রয়েছেন জসপ্রীত বুমরাহ, আর্শদিপ সিং ও ফজলহক ফারুকি। স্পিন বিভাগের মূল ভরসা রশিদ খান, রিশাদ হোসেনে। আকাশ চোপড়ার চোখে বিশ্বকাপের সেরা একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, হেনরিখ ক্লাসেন, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, রিশাদ হোসেন, জসপ্রীত বুমরাহ, আর্শদিপ সিং ও ফজলহক ফারুকি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫