|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৬:২১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ আগu ২০২৪ ০৪:০৪ অপরাহ্ণ

মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ: নয় দফা দাবিতে রাজপথ উত্তাল


মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ: নয় দফা দাবিতে রাজপথ উত্তাল


ঢাকা প্রেস নিউজ


রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর সহ আশপাশের এলাকা শনিবার দুপুর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।
নয় দফা দাবি আদায় এবং চলমান আন্দোলনে হত্যা-নির্যাতনের প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে।

 

হাজার হাজার শিক্ষার্থীর এই বিক্ষোভের ফলে মিরপুরের যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে,’ ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে।
 

পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ২ নম্বরমুখী সড়কে শতাধিক পুলিশ সদস্য অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
 

শিক্ষার্থীদের এই বিক্ষোভে অনেকেই তাদের অভিভাবকদের পাশে পেয়েছে। অভিভাবকরা শিক্ষার্থীদের পানি, খাবার সহ বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

উল্লেখ্য, এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫