|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৭:৪০ অপরাহ্ণ

সীতাকুণ্ডে জামায়াত নেতার বিরুদ্ধে ‘ভুল তথ্য প্রকাশের অভিযোগে’ সংবাদ সম্মেলন


সীতাকুণ্ডে জামায়াত নেতার বিরুদ্ধে ‘ভুল তথ্য প্রকাশের অভিযোগে’ সংবাদ সম্মেলন


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:


 

সীতাকুণ্ডে এক জামায়াত নেতার বিরুদ্ধে কয়েকটি অনলাইন পত্রিকায় “ভুল ও বিভ্রান্তিকর তথ্য” প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ নিজাম উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রবিউল হাসান সোহেল, মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ খায়রুল আলম, মোঃ জামশেদুল আলম ও মোঃ কামাল উদ্দিন।
 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা মোঃ রায়হান উদ্দিন। তিনি অভিযোগ করেন যে দৈনিক আমার দেশ, সকালের সময়সহ স্থানীয় বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তাঁর বিষয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা “সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ব্যক্তিগত মানহানিকর।”
 

তিনি বলেন, “অনুমাননির্ভর ও যাচাইবাছাইকৃত তথ্য ছাড়া সংবাদ প্রকাশের মাধ্যমে আমার সামাজিক ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন যে সাংবাদিকতার নীতিমালা উপেক্ষা করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে, যা সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা সৃষ্টি করেছে।

 

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মকে প্রকাশিত সংবাদের আনুষ্ঠানিক প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। এ সময় উপস্থিত তাঁর পরিবার ও কয়েকজন সমর্থক প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে “অসম্পূর্ণ ও যাচাইবিহীন তথ্যভিত্তিক সংবাদ না প্রকাশের” অনুরোধ করেন।
 

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া গণমাধ্যম প্রতিনিধিরা বক্তব্য শুনলেও সংশ্লিষ্ট পত্রিকা বা অনলাইন মাধ্যমগুলোর কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫