|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৩ ০১:০৮ অপরাহ্ণ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা-৩ আসনের জাহাঙ্গীর আলম সরকার


স্বতন্ত্র প্রার্থী হিসেবে   প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা-৩ আসনের জাহাঙ্গীর আলম সরকার


কুমিল্লা-৩ মুরাদনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে   প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা-৩ আসনের জাহাঙ্গীর আলম সরকার ।জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

জাহাঙ্গীর আলম সরকার ইতিপূর্বে  দীর্ঘ ২৮ বছর  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের  সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন । জাহাঙ্গীর আলম সরকার  প্রার্থিতা ফিরে পাওয়ায় মুরাদনগরে নির্বাচনের ব্যাপক  চাঞ্চল্য দেখা যাচ্ছে। জাহাঙ্গীর আলম সরকার এর অনুসারী সকল কর্মী সমর্থকদের ফেসবুক সহ  সব ধরণের সামাজিক মাধ্যমে  ব্যাপক  সরব দেখা যাচ্ছে। 

মুরাদনগর আসনের বর্তমান সংসদ সদস্য জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং জাহাঙ্গীর আলম সরকার এর মধ্যে প্রতিযোগিতা হবে । মুরাদনগরে সাধারণ ভোটারগন সুন্দর এবং ব্যাপক অংশগ্রহন মূলক নির্বাচন হবে বলে মনে করছেন । 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫