পাখি শিকারের প্রতিবাদ করায় যুবকের কপালে গুলি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পাখি শিকার বন্ধে প্রতিবাদ করায় এক যুবকের কপালে গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামে এ ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ যুবকের নাম মাজহারুল ইসলাম (২৮)। তিনি দানাপাটুলি ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে এবং ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
বুধবার সকাল ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, মাজহারুল সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার বিবরণে মাজহারুল জানান, মঙ্গলবার রাতে তিন যুবক মোটরসাইকেলে করে দক্ষিণ নানশ্রী গ্রামে আসেন। তাদের হাতে ছিল একটি এয়ারগান। গ্রামের স্থানীয় কবরস্থানের গাছে বিভিন্ন প্রজাতির পাখির আবাস থাকায় তারা সেখানে শিকার করতে গেলে মাজহারুলের চাচা হারুন অর রশিদসহ কয়েকজন প্রতিবাদ জানান। এতে ক্ষুব্ধ হয়ে এক যুবক এয়ারগান দিয়ে তিনটি ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে বাড়ি থেকে বেরিয়ে এসে মাজহারুল প্রতিবাদ করলে ওই যুবক তাঁর কপালে গুলি করে পালিয়ে যায়।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫