চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:-
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরজাদ হোসেন সজিব (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মী মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, "আসামি ফরজাদ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদ অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।"
তবে সজিবের পরিবারের দাবি, তার মৃত্যু হৃদরোগে নয়, বরং কারাগারে মারধরের ফলে হয়েছে। মৃতের স্ত্রীর বড় ভাই মো. সোহেল জানান, সকাল সাড়ে ১১টার দিকে কারাগার থেকে ফোন করে জানানো হয়, সজিবের সঙ্গে গোসলের সময় পানি নিয়ে মারামারি হয়েছে এবং তাকে অন্য ওয়ার্ডে স্থানান্তরের জন্য ২০ হাজার টাকা দাবি করা হয়। এরপর ২০ মিনিটের মাথায় আরেকটি ফোন আসে, যেখানে সজিবের অসুস্থতার কথা জানানো হয়। হাসপাতালে গিয়ে তারা সজিবের শরীরে মারধরের চিহ্ন দেখতে পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য, কারাগারে কোনো মারামারির ঘটনা ঘটেনি। জেল সুপার ইকবাল হোসেন বলেন, "আমরা সরেজমিনে তদন্ত করেছি। সজিবের ওয়ার্ডে কোনো মারামারির ঘটনা ঘটেনি। পরিবারের মারধরের অভিযোগ ভিত্তিহীন।"
কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় ডাকাতি চেষ্টার মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৭ মার্চ ফরজাদ হোসেন সজিব কারাগারে যান এবং যমুনা ভবনের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থান করছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫