মজাদার এরাবিয়ান বিফ কোফতা রেসিপি

ঈদের মৌসুমে এখন ঘরে ঘরে মাংস। রসনা বিলাসী বাঙালি এখন কোমর বেঁধে রান্নাঘরে নানা পদের আয়োজনে ব্যস্ত। সেই আয়োজনকে আরো বর্ণিল করতে রইলো এরাবিয়ান বিফ কোফতা রেসিপি-
এরাবিয়ান বিফ কোফতা
উপকরণ
বিফ কিমা ৪০০ গ্রাম, পারসলি ১ টেবিল চামচ, ধনিয়া পাতা মিহি কুচি ১০০ গ্রাম, পেয়াজ মিহি কুচি ২০০ গ্রাম, লবণ পরিমাণ মত, কালো গোলমরিচ হাফ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ব্রেডক্রামস পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালী
প্রথমে বিফ কিমা নিন। তারপর একে একে সব মসলা দিয়ে ভালো করে মেখে নিন। তারপর তাওয়াতে তেল দিয়ে মাঝারি আঁচে কাবাব এর মত রোল করে ভেজে নিন। নান অথবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন এরাবিয়ান বিফ কোফতা। (এই উপকরণ ৪ জনের জন্য।)
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫