*খোঁচা*

ঢাকা প্রেস
লেখা: বৃষ্টি মিনা।
তোমার অযাচিত আঘাত!
ঠিক ফোড়ার উপর কাঁকড়ার চিমটির মতো,
তাই ব্যথা, উষবিশ আর চিৎকার ছাড়া
কিছুই দেয় না।
তোমার ট্যাড়া কথাগুলো
ঠিক ইট পাটকেলের মতই,
মুখ খুললেই আঘাত লাগে শরীরে;
এ ক্ষত সইবার নয়।
তোমার প্রতিটা ক্রোধ
আমাকে মৌমাছির মত আক্রমণ করে,
বিষে শরীর হয়ে উঠে অস্থির;
এভাবে আর কত?
নিজেকে বানিয়ে রেখেছো কুঁইচা,
ধরতে গেলেই পিছলে যাও;
আবার বল ভালবাসি!
এমন অভিনয় না করলেও পারো।
তেঁতুল হয়ে সামনে থাকবে
অথচ জিহ্বায় জল আসলেই দোষ?
এমন বিচারের করি নিন্দা
কারন আমি এখনো জিন্দা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫