ময়মনসিংহে নবাগত পুলিশ সুপারের পরিদর্শন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা পুলিশ অফিস ও পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
আজ রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।
পরিদর্শনকালে তিনি পুলিশ অফিসের বিভিন্ন ডেস্ক ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি পুলিশ লাইন্স পরিদর্শনে যান। সেখানে অস্ত্রাগারে তাঁকে আবারও ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
পরে পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার এবং উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে পরিচিত হন ও মতবিনিময় করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫