|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২০ অপরাহ্ণ

ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫


ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫


ফরিদপুর প্রতিনিধি:-

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, ৬৪ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে "জুলাই অভ্যুত্থান" শীর্ষক প্রযোজনাকে কেন্দ্র করে নাট্যকর্মশালা ও মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫। এরই অংশ হিসেবে ফরিদপুরে শুরু হয়েছে বিশেষ এক নাট্যকর্মশালা, যেখানে স্থানীয় নাট্যদল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চায় যুক্ত অভিনয়শিল্পীরা অংশ নিচ্ছেন।
 

এ কর্মশালার জন্য ১৪ জন নাট্যকর্মী নির্বাচিত করা হয়েছে, যারা অডিশনের মাধ্যমে যোগদান করেছেন। ২৭ জানুয়ারি শুরু হওয়া এই কর্মশালা ১৫ দিনব্যাপী চলবে এবং ১০ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টায় কবি জসীম উদদীন হলে এর সমাপনী আয়োজনে "জুলাই অভ্যুত্থান" চূড়ান্ত নাটকটি মঞ্চায়িত হবে।
 

কর্মশালার আয়োজক ও ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন জানান, প্রশিক্ষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ দায়িত্ব পালন করছেন, এবং সহকারী প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশ্বনাথ ভৌমিক।
 

ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীসহ বৈশাখী নাট্যগোষ্ঠী, বহুরূপী সাংস্কৃতিক সংস্থা, বিনোদন নাট্যদল, উড়ানী নাট্যদল, সংগ থিয়েটার ও বাংলা থিয়েটারের নাট্যকর্মীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫