|
প্রিন্টের সময়কালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ

ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাই স্কুলের কার্যকরী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত....


ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাই স্কুলের কার্যকরী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত....


ঢাকা প্রেস
বাবুল হোসেন বাবলা,বিশেস প্রতিনিধি:-


নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাই স্কুলের কার্যকরী পরিষদের জরুরিসভা ১৩ জানুয়ারি, সোমবার সকালে স্কুল মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী ও ‌বিশিষ্ঠ সমাজসেবক, শিক্ষানুরাগী মোহাম্মদ আবু সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।


 



এতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল আলম, সম্পাদক সম্পাদক মোঃ আনোয়ার হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম,অর্থ সম্পাদক মোঃ রিদুওয়ানুল বারী, সিনিয়র সদস্য ও শিক্ষক মোঃ মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

সভায় সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শীঘ্রই প্রাতকালীন সময়ে আরবি ও ধর্মীয় শিক্ষা (ইবতেদায়ী -ছবক দান) ,৮ম,৯ম ও শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের সপ্তাহে দুদিন ইংলিশ স্পোকিং ক্লাস এবং নতুন শিক্ষাবর্ষে কারিকুলাম প্রণয়ন ঠিক রেখে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমন্বয়ে পাঠদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের সাথে অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয় রাখার উদ্যোগ চলমান থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫