চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের উদ্যোগে গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নামোশংকরবাটী পলাশপুর এলাকায় সমতা নারী উন্নয়ন সংস্থার নিজস্ব অফিসের হলরুমে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে একসাথে লড়ি”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মোসাঃ সেরিনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ।
স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের চারটি জেলার দায়িত্বপ্রাপ্ত এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। তিনি তার বক্তব্যে বলেন, “১৯৮১ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ১৩ অক্টোবর প্রকাশিত জরিপ অনুযায়ী, দেশে প্রতি চারজন নারীর মধ্যে তিনজন জীবনে কোনো না কোনো সময় নিকটতম সঙ্গীর দ্বারা সহিংসতার শিকার হয়েছেন। এসব সহিংসতার ধরন হচ্ছে শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতন।”
তিনি সরকারের প্রতি দাবি জানিয়ে আরও বলেন, “নারীর ওপর যেকোনো ধরনের সহিংসতা চলবে না। পাঠ্যসূচি থেকে নারীর প্রতি অসম্মানজনক ও বৈষম্যমূলক শব্দ, ভাষা এবং বিষয়বস্তু বাতিল করতে হবে। নারীকে কখনো অধস্তন বা পুরুষের ভোগ্যবস্তু হিসেবে দেখানো যাবে না।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫