নাবিলার অপেক্ষার সিনেমা: বনলতা সেন
ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
শোবিজের মিষ্টি হাসি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, যিনি একাধারে উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী, তার ক্যারিয়ার শুরু করেন ২০০৬ সালে টিভি উপস্থাপনা দিয়ে। এরপর বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায় তাকে।
নাবিলা সিনেমার জগতে পা রাখেন ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত "আয়নাবাজি" সিনেমার মাধ্যমে। এতে তিনি চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেন। তাদের রসায়ন সে সময় বেশ প্রশংসিত হয়।
তার দ্বিতীয় সিনেমা ছিল "১৯৭৫: অ্যান আনটোল্ড স্টোরি"। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে "তুফান" সিনেমায় অভিনয় করেন তিনি। তবে বর্তমানে নাবিলা অপেক্ষা করছেন তার নতুন সিনেমা "বনলতা সেন" এর মুক্তির জন্য, যা নির্মাণ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।
এ বিষয়ে গণমাধ্যমে নাবিলা বলেন, "সবাই জানে আমি খুব বেশি কাজ করি না। মূলত উপস্থাপনায় ব্যস্ত থাকি, তবে এর মাঝে 'বনলতা সেন' সিনেমার কাজ শেষ করেছি। এটি আমার খুব পছন্দের একটি কাজ।"
তিনি আরও জানান, "আমার জ্ঞানে চলতি বছরের প্রথমভাগে সিনেমাটি মুক্তি পাবে, তাই আমি এখন 'বনলতা সেন' এর জন্য অপেক্ষা করছি। সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।"
২০২৩ সালের শুরুতে শুরু হয় 'বনলতা সেন' সিনেমার শুটিং। সিনেমাটি ২০২১-২২ সালে সরকারি অনুদান পেয়েছে। বর্তমানে নাবিলা দেশের দুটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনার কাজে ব্যস্ত রয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫