|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন নেদারল্যান্ডসের প্রতিনিধি দল


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন নেদারল্যান্ডসের প্রতিনিধি দল


মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল।


প্রতিনিধি দলের সদস্যরা হলেন- নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি- মিঃ জান সুইলওয়েন্স, নেদারল্যান্ডসের মিউজিয়াম অফ হিউম্যানিটির কিউরেটর ও মাসকাম কিউরেটর রুবেন টিম্যান।রবিবার (২ ফেব্রুয়ারি) প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে উখিয়ার মধুর ছড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এল/১৭ ব্লকের আইওএম পরিচালিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।এরপর নেদারল্যান্ডের প্রতিনিধি দল মিয়ানমারে রোহিঙ্গাদের ব্যবহৃত ঐতিহ্যবাহী /প্রাচীন সকল স্থাপনা ও স্মৃতি চিহ্ন পর্যবেক্ষণ করেন।


এছাড়াও রোহিঙ্গারা ধান থেকে কিভাবে চাল সংগ্রহ করে তার প্রদর্শনী এবং সেখানের কর্মকর্তাদের সঙ্গে কৌশল বিনিময় করেন। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ, আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সহ দাতা সংস্থার কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫