|
প্রিন্টের সময়কালঃ ২৮ আগu ২০২৫ ০১:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৫ ০১:৪৮ অপরাহ্ণ

সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড


সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড


মোঃ গোলাম রব্বানী,নীলফামারী প্রতিনিধি:-



নীলফামারীর সৈয়দপুর শহরের পার্শ্ববর্তী রাবেয়া বাজারের কেশরবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্তত ১০টি বাড়িতে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার সময় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বাড়িগুলোতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে সহায়তা করছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

সৈয়দপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।
 

উল্লেখ্য, সম্প্রতি দেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘটছে। তাই এ ধরনের দুর্ঘটনা রোধে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫