গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী — জেলা প্রশাসক
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেছেন, “গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী।” একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সুসংহত করতে কয়েকটি মৌলিক ভিত্তি প্রয়োজন, যার মধ্যে অন্যতম হলো গণমাধ্যম। আগে যেমন দায়িত্বশীলভাবে মিডিয়া তার ভূমিকা পালন করত, বর্তমান সময়ে তা আরও বেশি শক্তিশালী, প্রভাবশালী এবং অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। গণতন্ত্রের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রশাসনের জন্য অত্যন্ত সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।
আজ সোমবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ও নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নই, বরং সহযোগী শক্তি হিসেবে পাশে পেতে চাই। আপনারা পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্বশীলতার জায়গায় যেন কখনও আপস না করেন—এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম, মতাদর্শ বা রাজনৈতিক চিন্তায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু পেশাদার সাংবাদিকতার মানদণ্ডের ক্ষেত্রে আমাদের অবস্থান যেন অবিচল থাকে।” তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে সহযোগিতা করলে খুব দ্রুতই ময়মনসিংহকে একটি উন্নত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সভায় বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে নির্বাচন পূর্ববর্তী সময়ে যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে, সে লক্ষ্যেই প্রশাসন কাজ করছে। তিনি বলেন, “মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং সহজেই আইনগত সহায়তা পায়—এটাই আমাদের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে আপনাদের দিক থেকে সহযোগিতা কাম্য।”
শহরের যানজট প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, “যানজট নিরসন একটি সম্মিলিত উদ্যোগ। কোন নীতি গ্রহণ করলে কিংবা কোন ইস্যুকে অগ্রাধিকার দিলে দ্রুত সমস্যা সমাধান সম্ভব—এসব সিদ্ধান্ত আমরা জেলা প্রশাসক মহোদয়সহ আপনাদের সকলকে সঙ্গে নিয়েই নির্ধারণ করব। ইনশাআল্লাহ সম্মিলিত প্রয়াসে আমরা একটি স্বস্তিদায়ক ও চলাচলযোগ্য শহর গড়ে তুলতে পারব।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫