|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ মে ২০২৪ ০৫:৩১ অপরাহ্ণ

আইইবি স্বর্ণপদক পেলেন:এনার্জিপ্যাকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম


আইইবি স্বর্ণপদক পেলেন:এনার্জিপ্যাকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম


এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান এবং এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিরেক্টর ও সিইও ইঞ্জিনিয়ার রবিউল আলম (সিআইপি) গবেষণা, প্রকৌশল খাত ও জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য আইইবি স্বর্ণপদক-২০২৩ পেয়েছেন।

গত ১১ মে রাজধানীর আইইবি’র ৬১তম কনভেনশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদানের প্রশংসা করেছিলেন এবং পরে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রকৌশলীদের মাঝে স্বর্ণপদক ও সনদ বিতরণ করেন। ইঞ্জিনিয়ার রবিউল আলম ছিলেন সেই স্বর্ণপদক জয়ীদের একজন।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এনার্জিপ্যাককে আরও উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে এবং টেকসই উপায়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইঞ্জিনিয়ার রবিউল আলমের নেতৃত্ব, জ্ঞান ও দিক-নির্দেশনায় এনার্জিপ্যাক দীর্ঘদিন ধরে হালকা প্রকৌশল শিল্পে অবদান রেখে চলেছে। দেশের উন্নয়ন অভিযাত্রায় সক্রিয় অংশগ্রহণের জন্য এর আগে তিনি সিআইপি নির্বাচিত হন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫