|
প্রিন্টের সময়কালঃ ১৬ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০২:৪৬ অপরাহ্ণ

অর্থ মন্ত্রণালয় হাদিকে সিঙ্গাপুরে নিতে দেবে অর্থ: অর্থ উপদেষ্টা


অর্থ মন্ত্রণালয় হাদিকে সিঙ্গাপুরে নিতে দেবে অর্থ: অর্থ উপদেষ্টা


ঢাকা, ১৫ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে অর্থ বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
 

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
 

ড. সালেহউদ্দিন বলেন, “হাদিকে বাইরে পাঠাতে যখন আমাদের জানানো হয়েছে, আমরা বলেছি—টাকার কোনো অসুবিধা নেই, প্রয়োজনীয় অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করবে। যেকোনো প্রয়োজনের জন্য আমরা প্রস্তুত।” তিনি আরও বলেন, “হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হবে এবং লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে তা বহন করছে। পরে প্রয়োজন অনুযায়ী হিসাব করা হবে।”
 

প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। এছাড়া তার চিকিৎসাপ্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা চেয়েছেন।
 

ওসমান হাদি সম্প্রতি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার মতিঝিল এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে দুপুর ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারি চালিত রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫