পার্ক বাংলা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন: জয় দিয়ে শুরু করলো কোয়ালিটি ইয়ং বয়েজ ও কাটিং একাদশ
ক্রীড়া প্রতিবেদন:-

চট্টগ্রামের ইপিজেডে কর্মরত বিভিন্ন শ্রমজীবীদের অংশগ্রহণে শুক্রবার সকালে জমকালো আয়োজনে শুরু হয়েছে আন্তঃ পার্ক বাংলা টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫।
৩৯ নং ওয়ার্ডের সিডিএ বালুর মাঠে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে কোয়ালিটি ইয়ং বয়েজ ১৩ রানের ব্যবধানে পরাজিত করে শক্তিশালী মেকানিক সুপার কিংস দলকে। অলরাউন্ড নৈপুণ্যে দলকে জয়ে নেতৃত্ব দেওয়ায় মো. সাব্বির রহমান নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ।

দিনের দ্বিতীয় খেলায় দুর্দান্ত পারফরম্যান্সে কাটিং একাদশ সহজ জয় তুলে নেয় বিএফ সোল্ডার দলের বিপক্ষে এবং পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করে। এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হন সাদ্দাম হোসেন।
এর আগে সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন) বাবুল আল হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুর রহিম, উদ্বোধক অতিথি ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক মো. কবির হোসেন, সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগের খেলোয়াড় মো. ফারুখজ্জামান আলভি, ও ক্রীড়া সংগঠক মো. শফিকুল ইসলাম।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সমন্বয়ক মো. মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. রাজন, সদস্য সচিব মো. মহসিন, এবং সদস্য মো. মুজিব, মো. আতিক, মো. হাসিব, তানভীর, ও ইকবাল হোসেনসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলাগুলোর আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হালিম, মো. মনির, ও রাজন।
আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের তিনটি খেলা আগামী শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫