|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০১:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৯ অপরাহ্ণ

সমন্বয়কদের মাইক্রোবাস ছিনতাই: আরও ৩ জন গ্রেপ্তার


সমন্বয়কদের মাইক্রোবাস ছিনতাই: আরও ৩ জন গ্রেপ্তার


ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন রাকিম মিয়া, আনোয়ার হোসেন ওরফে রাজিব, এবং মিন্টু মিয়া।
 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ৮ ডিসেম্বর রাতে মোগরাপাড়া এলাকায় সমন্বয়কদের মাইক্রোবাস আটকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর সোমবার (৯ ডিসেম্বর) অভিযানে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং চোরাই মোবাইলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫