|
প্রিন্টের সময়কালঃ ২৭ জুলাই ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০২:৩১ অপরাহ্ণ

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা আইন উপদেষ্টার


মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা আইন উপদেষ্টার


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে কলেজের ৫ নম্বর ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
 

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
১. নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ,
২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ,
৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া,
৪. ক্ষতিপূরণ প্রদান,
৫. ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল এবং
৬. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।

 

তবে দাবি মেনে নেওয়ার ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে শুরু করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে জুতা ও প্লাস্টিক বোতল ছুড়ে মারেন।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের ৫ নম্বর ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
 

এর আগে সকাল ১০টা থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে শত শত শিক্ষার্থী জড়ো হতে থাকেন। বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা ৬ দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫