দিনাজপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ জন আটক

ঢাকা প্রেস
দিনাজপুর প্রতিনিধি:-
বিরল উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস-এর ৩০০ গজ বাংলাদেশের ভেতরে মৌচুষা গ্রামের দীপপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন:
- দিনাজপুরের খানসামা উপজেলার টাঙ্গুয়া গ্রামের প্রভাষ চন্দ্র রায়ের ছেলে শ্রী পঞ্চানন রায় (৩৩), তার স্ত্রী তাপসী রানী রায় (২৮) এবং তাদের শিশুসন্তান দিপ্ত চন্দ্র রায় (৩)
- বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে তপু চন্দ্র রায় (১৯)
- রাজশাহীর গোদাবাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেমরমের ছেলে পাওলিনা হেমরম (১৪)
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানিয়েছেন, আটক পাঁচজনের মধ্যে দুই শিশুকে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫