কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে, ২০০ টিরও বেশি ঘর পুড়ে গেছে

ঢাকা প্রেসঃ
কক্সবাজারের উখিয়ার তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আজ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় ২০০ টিরও বেশি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর ১ টার দিকে ক্যাম্পের ডি-ব্লকে আগুন লাগে। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এএসপি সালাহউদ্দিন কাদের জানিয়েছেন, আগুনের কারণ এখনও অজানা। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ থেকে আগুন লেগে থাকতে পারে।
গত ২৪ মে একই ক্যাম্পের ডি-ব্লকে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায়ও বেশ কিছু ঘর পুড়ে গিয়েছিল।
এই ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্যাম্প কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫