|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মার্চ ২০২৩ ০৫:০৭ অপরাহ্ণ

শাহরুখের দুই সিনেমার পিছিয়ে যাচ্ছে মুক্তি


শাহরুখের দুই সিনেমার পিছিয়ে যাচ্ছে মুক্তি


সমালোচকদের দাঁতভাঙা জবাব দিয়ে দীর্ঘ চার বছরের বেশি সময় পর পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। লম্বা সময় পর মুক্তির কারণেই তুমুল আলোচনায় ছিল শাহরুখের ‘পাঠান’। প্রত্যাশা অনুযায়ী বিশ্বজুড়ে ঝড় তুলেছে সিনেমাটি। বিশ্বব্যাপী এক হাজার কোটি আয়ের রেকর্ডের পাশাপাশি হিন্দি চলচ্চিত্র হিসেবে ভারতে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে সবার শীর্ষে এখন শাহরুখ খানের ‘পাঠান’। তাই ভক্ত-অনুরাগীরা প্রবল আগ্রহে অপেক্ষা করছে কিং খানের পরবর্তী চলচ্চিত্রের জন্য। ভক্তদের আগ্রহের পারদ এখন তুঙ্গে, কারণ শাহরুখের পরবর্তী সিনেমাটি দক্ষিণী হিটমেকার ‘অ্যাটলি’র সঙ্গে।

 

প্রথমবারের মতো অ্যাটলি-শাহরুখ জুটি পর্দা কাঁপাতে যাচ্ছে। তবে সর্বশেষ আপডেট অনুসারে, ভক্তদের অপেক্ষা হয়তো আরো লম্বা হতে চলেছে। গত সপ্তাহে জানা গেছে, শাহরুখ খান এবং পরিচালক অ্যাটলি তাদের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জওয়ান’-এর মুক্তি পিছিয়ে দিতে পারেন। অ্যাকশন এন্টারটেইনারটি ২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। তবে একটি ঘনিষ্ঠ সূত্র অনুসারে, যদি সিনেমাটি সময়মতো প্রস্তুত না হয় তবে এটি ২০২৩ সালের অক্টোবরে সিনেমা হলে আসবে। মুক্তির তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কয়েক সপ্তাহের মধ্যে। 

এখন শোনা যাচ্ছে, যদি ‘জওয়ান’ পিছিয়ে নেওয়া হয় তবে শাহরুখ খানের পরবর্তী চলচ্চিত্র ‘ডানকি’ও  পিছিয়ে নেওয়া হবে। একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, “শাহরুখ খান যদি ‘জওয়ান’কে অক্টোবরে সিনেমা হলে নিয়ে আসেন, তবে দুই মাস পরে ‘ডানকি’ মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। একই তারকার বছরের সবচেয়ে বড় দুটি চলচ্চিত্র এত কাছাকাছি মুক্তি পাবে না। তাই ‘জওয়ান’কে অক্টোবরে পিছিয়ে নিলে ‘ডানকি’ ২০২৪ সালের গ্রীষ্মে মুক্তি দেওয়া হতে পারে।”

 

এদিকে ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ অন্য একটি সূত্র জানিয়েছে, ‘জওয়ান’ অক্টোবরে মুক্তি পাবে তা কল্পনা করাও কঠিন। কারণ সেই সময় সালমান খানের ‘টাইগার ৩’ মুক্তি পাবে। সালমান খান অভিনীত সিনেমাটি দীপাবলিতে অর্থাৎ ১০ বা ১৩ নভেম্বরের কাছাকাছি মুক্তি পাবে। ‘পাঠান’ চরিত্রে শাহরুখ খানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ‘টাইগার ৩’-এও। যদিও এটি একধরনের বিশেষ উপস্থিতি, তবে ‘জওয়ান’ এবং ‘টাইগার ৩’ এত কাছাকাছি মুক্তি পাবে না। ‘জওয়ান’কে যদি আদৌ পেছানো হয় তবে এটি ‘ডানকি’র জায়গায় ২০২৩ সালের বড়দিনে মুক্তি পেতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫