|
প্রিন্টের সময়কালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৯ অপরাহ্ণ

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


আবুল কালাম আজাদ , কুমিল্লা প্রতিনিধি:-

 

মাতৃ ভাষার মর্যাদা রক্ষার দাবিতে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাজী নজরুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আনুষ্ঠিত হয়। 


এর আগে রাতে একুশের প্রথম প্রহর ১২টা ১মিনিটে উপজলো সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের কন্দ্রেীয় শহিদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ। 


এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আক্তার নূপুর, ইউপি চেয়ারম্যান সৈয়দ সওকত আহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন, মুরাদনগর উপজেলা শাখার কৃষি ব্যাংকের ম্যানেজার মো. আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার সহ বিভিন্নশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫