কারাগারে বন্দীদের জন্য সাহরিতে কী আয়োজন?

পবিত্র রমজান মাসে কারাগারে বন্দীদের জন্য বিশেষভাবে ইফতার ও সাহরির আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) সহ ঢাকা বিভাগের ১৭টি কারাগারে বন্দীরা সাহরিতে পাবেন গরম খাবার। শনিবার রাতে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরাণীগঞ্জ) তার তত্ত্বাবধানে মোট ১৭টি কারাগার রয়েছে। এসব কারাগারে যেসব বন্দী রোজা রাখবেন, তাদের জন্য আলাদা রান্না করে সাহরিতে গরম খাবার পরিবেশন করা হবে। এছাড়া ইফতারে থাকবে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত। প্রতিদিনের নিয়ম অনুযায়ী, কারাগারে বন্দীদের জন্য তিনবেলা খাবার সরবরাহ করা হবে।
ডিআইজি প্রিজন্স বলেন, "যেসব বন্দী রোজা রাখবেন, তাদের জন্য আলাদা রান্না করা হচ্ছে এবং সেই গরম খাবার সাহরিতে প্রদান করা হবে।"
তিনি আরও জানান, কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই। “বন্দী হিসেবে যারা কারাগারে আছেন এবং রোজা রাখছেন, তাদের হাতে সময়মতো ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া আমাদের অপরিহার্য দায়িত্ব। এই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। রোজা সবার জীবনে মাগফেরাত ও মঙ্গল বয়ে আনুক,” বলেও তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা বিভাগের আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।
সূত্র জানায়, দেশের সব কারাগারেই রোজা রাখা বন্দীদের জন্য সাহরিতে খাবার পরিবেশন করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫