আয়কর উপদেষ্টার জাতীয় পার্টিতে যোগদান

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক এবং জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর উপদেষ্টা আব্দুল আলিম সমর্থকদের নিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
সোমবার বিকালে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুর হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। ঢাকায় এমপির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার গোলাম জাকারিয়া, বাবুগঞ্জ জাতীয় পার্টির সদস্য সচিব ওমর ফারুক বাবুল আকন, যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেপারী, সদস্য অধ্যাপক শাহআলম, উপজেলা জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী হাদিসুর রহমান, যুবসংহতির সভাপতি আতাউর রহমান, সজল কাজী, জেলানী সাজওয়াল, আরিফুর রহমান, ছাত্রসমাজের নেতা মাইনুল সরদার, সুমন হোসেন শাওন, মাইনুল ইসলাম মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫