|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ আগu ২০২৪ ১০:৪৮ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত


সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত


ঢাকা প্রেস নিউজ


সুপ্রিম কোর্টের সকল বিচারপতিদের অংশগ্রহণে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ সভা। সুপ্রিম কোর্টের গণ সংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বর্তমান পরিস্থিতিতে আদালত কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রধান বিচারপতি এই সভা ডেকেছিলেন।
 

ফুলকোর্ট সভা স্থগিতের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে, এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করেছিলেন এবং ফুলকোর্ট সভা বন্ধের আল্টিমেটাম দিয়েছিলেন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে সভা স্থগিত হওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

স্থগিত হওয়া ফুলকোর্ট সভা কবে অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫