|
প্রিন্টের সময়কালঃ ১০ মে ২০২৫ ০৮:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ মে ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ন্যাশনাল কমান্ড অথরিটির জরুরি বৈঠক আহ্বান


ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ন্যাশনাল কমান্ড অথরিটির জরুরি বৈঠক আহ্বান


অনলাইন ডেস্ক:-

 

ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’-এর প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) জরুরি বৈঠক আহ্বান করেছেন।
 

ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ) পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক ও সামরিক সংস্থা, যা দেশের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ, পরিচালনা এবং নীতিনির্ধারণে দায়িত্বপ্রাপ্ত।
 

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, শনিবার ভোরে শুরু হওয়া এই অভিযানে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যে ছিল পাঞ্জাবের বেয়াসে অবস্থিত ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, উদমপুর, পাঠানকোট ও আদমপুর বিমানঘাঁটি। পাশাপাশি ভারতের জি-টপ অঞ্চলে অবস্থিত একটি ব্রিগেড সদর দপ্তর এবং উরিতে একটি সরবরাহ ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা।
 

এছাড়া জম্মু ও কাশ্মীরের দেহরাংগিয়ায় একটি ভারতীয় আর্টিলারি অবস্থান এবং নাগরোটার একটি ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
 

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান, এই অভিযানে ‘আল-ফাতাহ’ নামের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, যা ভারতের পূর্ব হামলায় নিহত পাকিস্তানি শিশুদের স্মরণে নামকরণ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫