|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৩:১৫ অপরাহ্ণ

মেট্রোরেল শুক্রবারও চলবে: ডিএমটিসিএল


মেট্রোরেল শুক্রবারও চলবে: ডিএমটিসিএল


ঢাকা প্রেস নিউজ


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) শীঘ্রই মেট্রোরেল সপ্তাহের সবদিন চালুর লক্ষ্যে কাজ করছে। এর অর্থ হল, শুক্রবারও যাত্রীরা মেট্রোরেল ব্যবহার করতে পারবেন।

 

ডিএমটিসিএলের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তারা শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়ে আন্তরিক। ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছেন, "আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি এইটুকু আপাতত বলতে পারি।"
 

এখনও চালুর সঠিক তারিখ ঘোষণা না হলেও, ডিএমটিসিএলের পরিকল্পনায় শুক্রবার মেট্রোরেল চালু রয়েছে। সূত্র মতে, স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্যান্য কর্মীদের ডিউটি রোস্টার তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে।
 

ডিএমটিসিএলের এই উদ্যোগে রাজধানীর যাত্রীরা বেশ খুশি হবেন। কারণ, শুক্রবারও মেট্রোরেল চালু হলে তাদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫