|
প্রিন্টের সময়কালঃ ১৪ এপ্রিল ২০২৫ ০৩:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৫:৪৫ অপরাহ্ণ

লাখো মানুষের অশ্রুসিক্ত প্রার্থনা: ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত


লাখো মানুষের অশ্রুসিক্ত প্রার্থনা: ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত


নিউজ ডেস্ক:-



ফিলিস্তিনের স্বাধীনতা, শান্তি ও মানবিক মুক্তির দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়বিদারক বিশেষ মোনাজাত।

 

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এই মোনাজাতে অংশ নেন হাজারো মানুষ। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু ও নারীদের নির্মম মৃত্যু, এবং গাজা উপত্যকার ধ্বংসযজ্ঞের চিত্র হৃদয়ে ধারণ করে মানুষ আল্লাহর দরবারে কান্নাভেজা কণ্ঠে প্রার্থনা করেন।
 

মোনাজাতে বলা হয়, “ইসরায়েলের নৃশংসতা মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ আঘাত। আমরা আল্লাহর দরবারে মিনতি জানাচ্ছি, তিনি যেন নির্যাতিত ফিলিস্তিনিদের রক্ষা করেন এবং তাদের স্বাধীনতার আলো দেখান।”
 

এ সময় ইসরায়েলি হামলা বন্ধ, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার, আহতদের দ্রুত সুস্থতা এবং শিশু ও নিরীহ নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপের জন্য প্রার্থনা করা হয়। দোয়ায় বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত হওয়া এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের সুবিচার দাবি করা হয়।
 

মোনাজাতে অংশ নেওয়া মো. শাহজাহান নামে এক প্রবীণ শিক্ষক বলেন, “টেলিভিশনে শিশুদের নিথর দেহ দেখে রাতে ঘুম আসে না। আজ মোনাজাতে শুধু একটাই কথা বলেছি— হে আল্লাহ, ফিলিস্তিনকে রক্ষা করো।”
 

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত এই গণসমাবেশে দেশজুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্বব্যাপী যখন ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছে, বাংলাদেশও জানালো তাদের শক্তিশালী সংহতি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫