|
প্রিন্টের সময়কালঃ ১৪ মার্চ ২০২৫ ০৩:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ণ

সাবেক এমপি কালামকে গ্রেপ্তারসহ বাপ দাদার সম্পত্তি ফেরতের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ


সাবেক এমপি কালামকে গ্রেপ্তারসহ বাপ দাদার সম্পত্তি ফেরতের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতাল ও বাঙালিদের যৌথ উদ্যোগে সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর ) দুপুরে কাটামোড় এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে তাদের বাপ-দাদার পৈতৃক জমি ফেরত, হামলা ও হত্যার বিচারের দাবিতে সোচ্চার হন বক্তারা।
 

বিক্ষোভ সমাবেশে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, আদিবাসী-বাঙালি নেতা ব্রিটিশ সরেন, প্রিসিলা মুরমু, সুফল হেমব্রম, স্বপন শেখ, হাজী নূরুল ইসলাম, বার্নাবাস টুডু প্রমুখ।
 

বক্তারা জানান, ২০১৬ সালের ৬ নভেম্বর তৎকালীন এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে সাঁওতালদের জমি থেকে উচ্ছেদের নামে তাদের ওপর হামলা চালানো হয়। এতে সংঘর্ষে মঙ্গল মারডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম নামে তিন সাঁওতাল নিহত হন এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সেই সময় সাঁওতালদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।
 

বক্তারা আরও অভিযোগ করেন, জয়পুরপাড়ায় নির্মিত বিদ্যালয়ের মাঠ পুনরায় দখলের চেষ্টায় চিহ্নিত ভূমিদস্যুরা সক্রিয় রয়েছে। এ ছাড়া সাঁওতালদের পৈতৃক ১,৮৪২.৩০ একর জমি ফেরত দেওয়ার দাবির পাশাপাশি তৎকালীন এমপি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
 

বিক্ষোভকারীরা সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিপূরণ এবং সম্প্রতি এসিল্যান্ড অবিদীয় মার্ডি হত্যারও বিচার দাবি করেন।
 

সমাবেশের আগে কয়েক হাজার সাঁওতাল ও বাঙালি মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় থেকে ৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন।
 

স্থানীয় জনগণের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তারা অতীতের সহিংস ঘটনার ন্যায়বিচার চান এবং ঐতিহ্যগত ভূমির সুরক্ষার আহ্বান জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫