ত্রিপুরায় বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল বন্ধের সিদ্ধান্ত

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশি পর্যটকদের জন্য সব হোটেল বন্ধ করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের হোটেল ও রেস্তোরাঁয় কোনো ধরনের পরিষেবা প্রদান করা হবে না।
২ ডিসেম্বর, সোমবার, ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশন একটি জরুরি সভা আয়োজনের পর এই সিদ্ধান্ত নেয়। পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয় যে, আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যানার্জী জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং চিন্ময় প্রভু নামে একজনকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, আগে থেকেই যারা হোটেলের পরিষেবা নিচ্ছেন, তাদের থাকতে দেওয়া হবে, তবে নতুন বাংলাদেশি অতিথিদের কোনো পরিষেবা প্রদান করা হবে না।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নামের এক সনাতনী ধর্মযাজককে গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা পুড়িয়ে দেয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কখনোই লক্ষ্যবস্তু করা উচিত নয়। তারা আরো জানিয়েছে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং অন্যান্য সহকারী হাইকমিশনের নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫