বাগ্দানের সেরেছেন মায়ের আংটি পরেই মিলি

গত এপ্রিলে হঠাৎই জেক বনজিওভির সঙ্গে বাগ্দানের ঘোষণা দেন মিলি ববি ব্রাউন। সানডে টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে স্ট্রেঞ্জার থ্রিংস অভিনেত্রী প্রেম, বাগ্দান, বিয়ে নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
মিলি জানান, জেক বনজিওভিকে দেখামাত্রই পছন্দ করেছিলেন তিনি। ‘প্রথম দেখাতেই বুঝেছিলাম সে আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। মনে পড়ে, মাকে দৌড়ে গিয়ে বলেছিলাম, আমি সত্যিই ওকে পছন্দ করি,’ বলেন মিলি। প্রথম দেখাতেই কেন জেককে জীবনসঙ্গী হিসেবে উপযুক্ত মনে হয়েছিল, তা অবশ্য ব্যাখ্যা করতে পারেননি তিনি। অভিনেত্রীর ভাষ্য, ‘এসব ব্যাপার এভাবে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।’
সাক্ষাৎকারে মিলি আরও জানান, মায়ের আংটি পরেই বাগ্দান সেরেছেন তিনি, ‘আমি সব সময়ই আংটিটি পছন্দ করেছি। মা নিজেও এটা ভালোভাবে জানতেন, তাই আংটিটি তিনি জেককে দিয়ে দেন। আমি খুবই খুশি। কারণ, মায়ের কিছু একটা আমার সঙ্গে সারা জীবন থাকবে।’
বাগ্দানের পর এখন বিয়ের পরিকল্পনা করছেন অভিনেত্রী। বাগ্দানের পর জেকের সঙ্গে সম্পর্ক নিয়ে মিলি আরও বলেন, ‘আমরা খুবই সুখী। দুজনের মা-বাবা দুজনকে দারুণভাবে গ্রহণ করে নিয়েছেন। আমার ও জেকের মা-বাবা অনেক দিন ধরেই একসঙ্গে আছেন। ফলে তাঁদের সম্পর্কটাও মধুর। আমরাও তাঁদের সম্পর্কের উষ্ণতা টের পাচ্ছি।’
দীর্ঘ সাক্ষাৎকারে মিলি বলেন, বিনোদন দুনিয়ায় তাঁর খুব বেশি বন্ধু নেই। তিনি মনে করেন, আশপাশে ভালো মানুষ থাকা গুরুত্বপূর্ণ। তাঁরা যে নিজের পেশারই হতে হবে, এমন কোনো কথা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমও ব্যবহার করেন না মিলি। তিনি জানান, তাঁর ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো অ্যাপ নেই।
মাত্র ১১ বছর বয়সে নেটফ্লিক্সের সিরিজ স্ট্রেঞ্জার থিংস দিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান মিলি ববি ব্রাউন। হলিউডে ধর্মঘট শুরুর আগে আলোচিত সিরিজটির শেষ কিস্তির শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। সিরিজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ হবে, এটা নিয়ে আগে মন খারাপ হলেও এমন মানিয়ে নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘একটা সময় তো এটা (স্ট্রেঞ্জার থিংস) শেষ হতোই। এটা নিয়ে না ভেবে জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হচ্ছি।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫