ঢাকা প্রেস নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যারা আওয়ামী লীগের 'রিফাইন্ড' (সংশোধিত) একটি পক্ষকে রাজনীতিতে পুনর্বাসন করতে ক্যান্টনমেন্ট থেকে চাপ পাওয়ার দাবি করেছিলেন, এর প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী। সেনাসদরের পক্ষ থেকে বলা হয়েছে, হাসনাতের বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজি, আর তার বক্তব্যকে ‘অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
নেত্র নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১১ মার্চ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির আরেক মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যদিও সেনাবাহিনী বৈঠকটি স্বীকার করেছে, তারা দাবী করেছে যে, এটি ছাত্রনেতাদের আগ্রহেই হয়েছিল এবং সেখানে আওয়ামলীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি।
এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার ফেসবুকে দাবি করেছিলেন যে, সেনানিবাস থেকে ‘ভারতের পরিকল্পনা’ উপস্থাপন করা হয়েছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তাদের সঙ্গে একটি বৈঠক করা হয়েছিল। হাসনাতের এই পোস্টের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি হয়।
শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাসনাতকে প্রশ্ন করা হয়, তিনি যে বৈঠকের কথা বলছেন, তা কি সেনাপ্রধানের সঙ্গে হয়েছিল। তিনি সরাসরি জবাব দিতে অস্বীকার করেন। সেনাসদরের বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকটি ছাত্রনেতাদের উদ্যোগে হয়েছে এবং বৈঠকে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি।
সেনাবাহিনী জানায়, সেনাপ্রধান ছাত্রনেতাদের সঙ্গে স্নেহপূর্ণ আলাপচারিতায় রাজনৈতিক দলের প্রস্তুতি এবং নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেছেন। কিন্তু ১০ দিন পর হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টটি সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে অভিহিত করা হয়েছে সেনাসদরের বিবৃতিতে।