আগামী নির্বাচনে শ্রমিকরা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে : মুহাম্মদ নজরুল ইসলাম
সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রামঃ-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তনের সুযোগ তৈরি করবে। এই নির্বাচনে শ্রমিক ও সাধারণ মানুষ ব্যালট বিপ্লবের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করবে। তারা দখলদার, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করবে।
শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা সভাপতি মো. মইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস. এম. লুৎফর রহমান এবং জামায়াত মনোনীত চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী মো. শফিউল আলম।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ৫৪ বছরে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাদের ঘাম ও পরিশ্রমে দেশ চলে, কিন্তু তারা পায়নি ন্যায্য মূল্যায়ন। মালিক ও রাষ্ট্রক্ষমতার সুবিধাভোগীরা শ্রমিকদের শ্রমে গড়া সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এখন সময় এসেছে সেই শোষণের হিসাব নেবার—শ্রমিকরা এবার এমন নেতৃত্ব বেছে নেবে, যারা সততা ও ন্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
তিনি আরও বলেন, আজ সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে সারাদেশে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যারা দেশকে লুটপাট ও দমননীতির মাধ্যমে চালাতে চেয়েছিল, তারা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। আগামীর বাংলাদেশ হবে সততা, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।
বিশেষ অতিথি এস. এম. লুৎফর রহমান বলেন, অগণিত শহীদের রক্তে অর্জিত এই দেশ আজ নতুন আশার দ্বারপ্রান্তে। শ্রমিকরা চায় এমন একটি বাংলাদেশ, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিক নিরাপদে বসবাস করতে পারবে এবং শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।
তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ষড়যন্ত্রমূলকভাবে কারখানায় অগ্নিসংযোগ ও বিরোধ সৃষ্টি করে শ্রমিকদের জীবিকা হুমকির মুখে ফেলা হচ্ছে। তিনি জানান, প্যাসিফিক জিন্সে ২৯ হাজার শ্রমিকের কর্মসংস্থান রক্ষায় শ্রমিক কল্যাণ ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী মুহাম্মদ শফিউল আলম বলেন, “এই আসন মূলত শ্রমিকদের আসন। শ্রমজীবী মানুষ জানে কারা তাদের অধিকার হরণ করেছে। এবার শ্রমিকরা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের লাল কার্ড দেখাবে।”
তিনি বলেন, প্রকৃত জনপ্রতিনিধি জনগণের সেবক, শাসক নয়। যারা ভোটের আগে হাত জোড় করে ভোট চায়, অথচ নির্বাচনের পর শ্রমিকদের ভুলে যায়, তাদের আর ক্ষমতায় আসার সুযোগ দেওয়া যাবে না। আগামী দিনে সৎ ও খোদাভীরু নেতৃত্বের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের নগর সহ-সভাপতি নজির হোসেন, জামায়াতের ৪০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইউসুফ, ফেডারেশনের ইপিজেড থানা সভাপতি মো. শহিদুল ইসলাম, বিপিসি তেল সেক্টর সভাপতি আবু নাঈম সুজন, ৪০নং ওয়ার্ড উত্তরের সভাপতি জামাল উদ্দিন ও ৪১নং ওয়ার্ড সভাপতি জসীমউদ্দীন প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫