বাসচাপায় প্রাণ গেল গণিত শিক্ষকের, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বাগেরহাট প্রতিনিধি:-
বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান (৩৫) নামের এক গণিত শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী শিক্ষক আছাদুর রহমানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বাসটি সড়কের খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় নিহত শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে এবং দুর্ঘটনাকবলিত বাসটিতে ভাঙচুর চালায়। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর স্থানীয়দের হস্তক্ষেপে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে। এক বছর এক মাস আগে তিনি এনটিআরসিএর মাধ্যমে বর্তমান বিদ্যালয়ে যোগ দেন। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, “প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন আছাদুর স্যার। পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হলে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।”
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি খাদে পড়ে থাকায় রেকার দিয়ে উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বাসচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫