|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ অক্টোবর ২০২৪ ০১:৩৩ অপরাহ্ণ

দুর্গোৎসবের মহাঅষ্টমী: কুমারী পূজার আবেদন


দুর্গোৎসবের মহাঅষ্টমী: কুমারী পূজার আবেদন


ঢাকা প্রেস নিউজ

 

শারদীয় দুর্গোৎসবের উৎসবমুখর পরিবেশে আজ মহাঅষ্টমী। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। আজকের মূল আকর্ষণ কুমারী পূজা ও সন্ধিপূজা।

কুমারী পূজার মহিমা:

সকাল থেকেই শুরু হয়েছে দেবী দুর্গার বিহিত পূজা। এরপর সকাল ৯টার দিকে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। কুমারী বালিকাকে দেবীর আদর্শ রূপে মনে করে ভক্তরা তাকে পূজা করেন। হিন্দুশাস্ত্র অনুসারে, এক থেকে ষোল বছরের অবিবাহিত কুমারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। কুমারী পূজার মধ্য দিয়ে মাতৃরূপ উপলব্ধি করাই মূল উদ্দেশ্য।

সন্ধিপূজা: অষ্টমী ও নবমীর সংযোগ

সন্ধিপূজা হবে সকাল সাতটার দিকে। অষ্টমী ও নবমী তিথির সংযোগস্থলে অনুষ্ঠিত এই পূজায় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। এই সময়ই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন।

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন:

আগামী রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই উৎসব। ঢাকায় পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়ে সদরঘাটের ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জন করা হবে।

পূজা উদযাপনে নির্দেশনা:

পূজা উদযাপন পরিষদ ২২ দফা নির্দেশনা জারি করেছে। এতে উচ্চ শব্দের মাইক ব্যবহার না করার ও ধর্মানুভূতিতে আঘাত না দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫