মুরাদনগরে সাংবাদিক সমিতির কমিটি গঠন: সভাপতি- এন এ মুরাদ , সাধারণ সম্পাদক- জালাল আহমেদ

মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি:-
বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ বাংলা রেস্তোরার কনফারেন্স রুমে দ্বি-বার্ষিক সম্মেলনে এন এ মুরাদ সভাপতি ও জালাল আহমেদ’ কে সাধারণ সম্পাদক করে এ কমিটির ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান।
দ্বি-বার্ষিক সম্মেলনে সাংবাদিক সমিতির সভাপতি এন এ মুরাদের সভাপতিত্বে ও সিয়াম খানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুগান্তর কুমিল্লা ব্যুরো ও আরটিভি কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবুল খায়ের। তিনি বলেন, “ একটি রাষ্ট্রের চারটি খুঁটি। তার মধ্যে গণমাধ্যম হচ্ছে একটি । গণমাধ্য ছাড়া রাষ্ট্র কখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনা। পৃথিবীর যেই দেশের গণমাধ্যম যতো বেশী স্বাধীন ওই দেশ ততো বেশি উন্নত। কিন্তু অতিব সত্য হচ্ছে এ দেশে গণমাধ্যম নিয়ে নোংরা রাজনীতি করা হয়। জেলার বিভিন্ন উপজেলায় লক্ষ করা গেছে বিগত দিনে গণমাধ্যমকে নিয়ে নোংরা রাজনৈতি করেছে কিছু অসাধু রাজনৈতিক। তাঁরা সাংবাদিকদের মাঝে বিভাজন সৃষ্টি করে নীজেদের ফায়দা হাসিলের চেষ্টা করেন। এদেরকে রুখে দিতে ঐক্যেবদ্ধ সাংবাদিকতার বিকল্প কিছু নেই। এই কাজটি করে যাচ্ছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান । যার একটি ডাল হচ্ছে মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতি ”।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সহ-সভাপতি ও ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক সাদিক হোসেন মামুন, সিটিভি নিউজের সম্পাদক ও প্রকাশক ওমর ফারুক তাপস, কালের কন্ঠ পত্রিকার নারায়নগেঞ্জর মাল্টিমিডিয়া রিপোর্টার সুভাস সাহা , অধ্যাপক শাহআলম জাহাঙ্গীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা যুগান্তর প্রতিনিধি জালাল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন কলামিষ্ট ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক মোহাম্মদ আলী ও আবুল বাশার প্রমুখ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মমিনুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মোহাম্মদ আলী ও আক্তার হোসেন।
এছাড়াও চ্যানেল এসের মুরাদনগর প্রতিনিধি বিল্লাল হোসেন’কে যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলাম সাংগঠনিক সম্পাদক , এশিয়ান টিভি মুরাদনগর প্রতিনিধি আবুল বাশারকে অর্থ সম্পাদক ও জাগো জনতার প্রতিনিধি আনোয়ার হোসাইনকে দপ্তর সম্পাদক, এশিয়ানটিভি কুমিল্লা উত্তর মাল্টিমিডিয়া প্রতিনিধি শহীদুল্লাহ প্রচার সম্পাদক, আমাদের মাতৃভূমির মিজানুর রহমানকে সাহিত্য ও প্রকাশনা, জনবাণীর প্রিয়ন্ত মজুমদারকে তথ্য ও আইসিটি সম্পাদক করা হয়েছে।
কমিটির কার্যনিবাহী ও সাধারণ সদস্যরা হলেন- আবদুল্লাহ আল মেহেদী, গোলাম মোস্তফা, ইব্রাহীম মুন্সি ও জাকির হোসেন। সদস্য- আব্দুল আলীম, বশির আহমেদ ডালিম, মো.নাজমুল হোসেন, আজিজুল হক, এরশাদ মিয়া, মাহবুবুল আলম মামুন সরকার, মো.নাঈম, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, সিয়াম খান, মুশফিকুর রহমান ও নাদিমুল আলম তানভীর।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫