|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জুলাই ২০২৪ ০২:৪৯ অপরাহ্ণ

ইলন মাস্ক ৭ মাসে ৩০ বিলিয়ন ডলার হারালেন: কারণ কী?


ইলন মাস্ক ৭ মাসে ৩০ বিলিয়ন ডলার হারালেন: কারণ কী?


বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৭ মাসে প্রায় ৩০ বিলিয়ন ডলার হারিয়েছেন।টেসলার শেয়ারের দাম কমে যাওয়া এবং মামলার ক্ষতিপূরণের কারণে তার সম্পদ হ্রাস পেয়েছে।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের পহেলা জানুয়ারি টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিলো ২৫১ দশমিক তিন বিলিয়ন ডলার। কিন্তু জুনের ২৮ তারিখ মার্কিন শেয়ার বাজারের নথি থেকে জানা গেছে, তার সম্পদ নেমে এসেছে ২২১ দশমিক চার বিলিয়ন ডলারে। 

 

বৃহস্পতিবার প্রকাশিত ফোর্বসের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, জানুয়ারি মাসে টেসলার সাবেক কর্মচারীদের করা একটি মামলায় ক্ষতিপূরণ হিসেবে মাস্ককে ৫১ বিলিয়ন বা পাঁচ হাজার ১০০ কোটি ডলার দিতে হয়েছিলো। আর এ কারণেই তার অর্থের পরিমাণ কমেছে। 

 

তবে এই পরিমাণ অর্থ খোয়ানোর পরও এখন পর্যন্ত ইলন মাস্কই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিরা এখনও তাকে অতিক্রম করতে পারেননি।

 

ফোর্বস ম্যাগাজিন মাস্কের এই সম্পদ হ্রাসকে ‘বিরল লোকসান’ বলে উল্লেখ করেছে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫