|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৪ ০৫:২২ অপরাহ্ণ

নিরাপত্তা ভেঙে দেড় কোটি টাকার ক্যাবল চুরি, ৫ জন আটক


নিরাপত্তা ভেঙে দেড় কোটি টাকার ক্যাবল চুরি, ৫ জন আটক


মঙ্গলবার (২১ মে) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের এসকিউ ইলেকট্রনিকস কারখানার নিরাপত্তা ভেঙে প্রায় দেড় কোটি টাকার ক্যাবল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটি চক্র। পরে কারখানার কর্মীরা তাদের ধাওয়া করে ৫ জনকে আটক করে।

 

আটককৃতরা হলেন:

(১) মো: মুক্তার হোসেন (৩০)

(২) মো: ইসিয়াস হোসেন (২৭)

(৩) আব্দুল আজিজ (২৪)

(৪) মো: শাকিল (২৪)

(৫) মো: ইমরান হোসেন (৩০)

কারখানার ব্যবস্থাপক (এডমিন) এহসানুল কবির জানিয়েছেন, সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে চোরেরা প্রায় ১১হাজার মিটার ক্যাবল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। পরে কর্মীরা তাদের ধাওয়া করে কিছু ক্যাবল উদ্ধার করে এবং ৫ জনকে আটক করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন জানিয়েছেন, চুরির অভিযোগে ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫