|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৪:১৬ অপরাহ্ণ

এবার ইইউ’র ২৭ দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের


এবার ইইউ’র ২৭ দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের


ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-


এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে কানাডা, মেক্সিকো, চীন ও ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি অনেক আলোচনার সৃষ্টি করেছিলেন। ইউরোপের এই ২৭টি দেশ ঐতিহ্যগতভাবে মার্কিন মিত্র হলেও, যুক্তরাজ্যের বাণিজ্য ঘাটতি পূরণ করতে এবার তাদেরকেও কঠোর অবস্থান নিতে বললেন ট্রাম্প। আলজাজিরার খবরে জানানো হয়েছে যে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যালে' ২০ ডিসেম্বর এক পোস্টে বলেছেন, ইউরোপকে মার্কিন তেল ও গ্যাস ব্যাপকভাবে কিনতে হবে, নইলে ‘পুরোপুরি ট্যারিফ আরোপ করা হবে।’

বর্তমানে ইউরোপ যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক। যুক্তরাষ্ট্রের মোট তেল রপ্তানির ৫০ শতাংশেরও বেশি যায় ইউরোপে, যা প্রতিদিন ২ মিলিয়ন ব্যারেলেরও বেশি। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরু হওয়ার পর, রাশিয়ার তেল ও গ্যাস থেকে নির্ভরতা কমাতে ইউরোপ যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস আমদানি বাড়িয়েছে।
 

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানির ৬৬ শতাংশই যাচ্ছে ইউরোপে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ইইউর এলএনজি আমদানির ৪৭ শতাংশ এবং তেল আমদানির ১৭ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
 

এদিকে, ইউরোপীয় কমিশন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা তাদের জ্বালানি শক্তির উৎসকে বৈচিত্র্যময় করবে এবং রাশিয়ার তেল-গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধ করবে। তবে, বেশিরভাগ ইউরোপীয় জ্বালানি প্রতিষ্ঠান ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় সরকারী হস্তক্ষেপ সীমিত থাকে।
 

এর আগে, ১৬ ডিসেম্বর ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এটি মূলত যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় কিছু পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের প্রতিক্রিয়া ছিল।
 

ডোনাল্ড ট্রাম্প ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে আবারও ক্ষমতায় ফিরে এসেছেন। তবে, তিনি এখনও প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেননি। আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫