শিক্ষার্থীর সার্বিক বিকাশে ক্রীড়া চর্চা অপরিহার্য: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ও ক্রীড়া একে অপরের পরিপূরক। একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে যেমন গঠনমূলক শিক্ষার প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, সহনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিকাশে নতুন উদ্দীপনা যোগাবে। তিনি এ উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘চৌকস’ প্রকাশের উদ্যোগকেও স্বাগত জানান।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ।
জাতীয় পর্যায়ে এমন বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
শেষে তিনি ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি আন্তরিক শুভকামনা জানান।
সূত্র: বাসস
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫