নাটোরে রাস্তা পরিষ্কারে ব্যস্ত শিক্ষার্থীরা

ঢাকা প্রেস
সুরুজ আলী, নাটোর জেলা প্রতিনিধি।
নাটোর শহরের বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) সকালে শহরের নিচাবাজারে এলাকায় সড়ক পরিষ্কারে নামে শিক্ষার্থীরা।
কোটা বিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিষ্কারসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তা পরিস্কার করতে দেখা গেছে। এসময় ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে তা ব্যাগে তুলে নেন। এসময় সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেও দেখা গেছে।
পরিস্কার-পরিচ্ছন্নতা অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা সবাইকে শান্ত থাকার আহবান জানাই। আমরা নতুন ভাবে দেশকে স্বাধীনতা এনেছি। আমরা নতুন ভাবে বাংলাদেশ কে দেখতে চাই। সন্ত্রাস, ঘুষখোর, দুনীতিবাজ মুক্ত দেশ দেখতে চাই। সেজন্য নাটোরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা শিক্ষার্থীরা সড়কে নেমেছি। আসুন আমরা সকলে আর্বজনা তুলে পরিস্কার করি সুন্দর দেশ গড়ি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫